গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর পূর্বাচল ক্লাব লিমিটেড নিয়ে একাধিক পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন পূর্বাচল ক্লাব কর্তৃপক্ষ। dainikajkerbikrampur.com এ পাঠানো এক প্রতিবাদ লিপিতে পূর্বাচল ক্লাব কর্তৃপক্ষ জানায়,প্রকাশিত সংবাদে ক্লাব নিয়ে যে দূর্ণীতির কথা বলাহয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। উক্ত সংবাদের সাথে ক্লাবের পূর্বাপর পরিচালিত কোন কর্মকান্ডের কোনরূপ সমঞ্জস্যতা কিংবা মিল নাই। সুতরাং আমরা এরকম উদ্ভট,মিথ্যা ও কাল্পনিক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।