আনিছুর রহমান রুবেলঃ স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জের সিরাজদিখানের একটি অত্যাধুনিক চিকিৎসা সেবার মাধ্যম হচ্ছে হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, এবং এই অত্যাধুনিক চিকিৎসা সেবাকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে নতুন আরো একটি অর্থোপেডিক চেম্বার উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা বাস স্ট্যান্ড সংলগ্ন আলাউদ্দিন কমপ্লেক্সর ২ তলায় হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এই অর্থোপেডিক চেম্বার টি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী চেম্বারটি নির্ধারণ করা হয়েছে,সহকারী অধ্যাপক অর্থোপেডিক হাড় জোড়া বাতরোগ মেরুদণ্ড জয়েন্ট বিকলাঙ্গ দূর্ঘটনা জনিতরোগ বিশেষজ্ঞ ও সার্জন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূনবার্সন প্রতিষ্ঠানের এমবিবিএস ডা. শাওন দত্তের র জন্য।
এ সময় উপস্থিত ছিলেন, হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ মুক্তার হোসেন
সহ উক্ত প্রতিষ্ঠানে কর্মরত সকল ডাক্তার,নার্স ও কর্মচারীবৃন্দ।
এ সময় ডাক্তার ডা. শাওন দত্ত জানান , আমাকে এত সুন্দর করে সম্মানিত করার জন্য আমি হসপিটাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তার সাথে হসপিটালের চিকিৎসা সেবাকে ত্বরান্বিত করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ।
আশা করি অর্থোপেডিক কোন সমস্যা নিয়ে এই এলাকার কোন মানুষকে হয়রানি হতে হবে না ঢাকা যেতে হবে না ইনশাল্লাহ সিরাজদিখানেই তাদেরকে উন্নত চিকিৎসা দেয়া হবে।একজন ডাক্তার হিসেবে আমি আমার সর্বোচ্চ টা দিয়ে রোগীদের কল্যাণে কাজ করব।
আশা করি আমি হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের জন্য ভালো কিছু করতে পারবো।
পরে সকলের মাঝে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।