সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে থেকে উপজেলার ৩০০জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণের মধ্যদিয়ে এ কর্মসূচী উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবু সাঈদ শুভ্রর সভাপতিত্বে এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশাররফ হোসেনের সঞ্চালনা আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, উপসহকারী কৃষি কর্মকর্তা মমতাজ মহল, নারায়ণ চন্দ্র সরকার,আবুল কালাম আজাদ ও শহিদুল ইসলাম,অনামিকা রহমান,আলমগীর হোসেন,রাশেদুল ইসলাম,নিশা চৌধুরী, মো. আনোয়ার হোসেন সহ কৃষক ও অন্যান্য ব্যক্তিবর্গ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন,২০২৩-২৪ অর্থবছরে খরিপ ২-২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮০০জন ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। আজ (বৃহস্পতিবার) ৩০০জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করেছি, বাকিদের পর্যায়ক্রমে দেওয়া হবে।