সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ে মতবিনিময় করেছে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এড.তাহমিনা আক্তার তুহিন।
রোববার ২৮ এপ্রিল বেলা ১১ টার দিকে সিরাজদিখান প্রেসক্লাব হলরুমে সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় কালে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এড.তাহমিনা আক্তার তুহিন সকল কলম সৈনিকের সহযোগিতা ও সমর্থন চেয়ে উপজেলা বাসীর উদ্দেশ্যে বলেন,আসসালামু আলাইকুম আমার প্রানপ্রিয় উপজেলাবাসী আমি আপনাদের সন্তান গত ৫ বছর আপনাদের কল্যাণে ও উপজেলার উন্নয়নে কাজ করেছি।আগামী দিন গুলোতেও আপনাদের কল্যাণে ও উপজেলার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই ।আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সততা ও নিষ্ঠার সাথে আপনাদের সেবা করতে পারি। বাল্যবিবাহ বন্ধের জন্য বিভিন্ন সভা-সমাবেশ ও র্যালি করে অভিভাবকদের মাঝে সচেতনতা সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রেখে নব্বই শতাংশ বাল্যবিবাহ বন্ধ করেছেন। আমি এডভোকেট হিসেবে এ পর্যন্ত ১৫ টি ভেঙে যাওয়া সংসার জোড়া লাগাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ ওইসব পরিবার গুলো এখন খুবই সুখে আছে।আমি আমার সুকর্ম দিয়ে আপনাদের হৃদয়ের মাঝে বেঁচে থাকতে চাই।
এ-সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শেখ তাইজুল ইসলাম পিন্টু,সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল,ইমতিয়াজ উদ্দিন বাবুল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার অসংখ্য গণমাধ্যম কর্মী।