সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

রাত পোহালেই শিল্পী সমিতির নির্বাচন, আমেজ নেই এফডিসিতে


প্রকাশের সময় :১৮ এপ্রিল, ২০২৪ ৭:৫১ : অপরাহ্ণ

চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সংগঠনটির দ্বি-বার্ষিক (২০২৪-২৬) নির্বাচন শুক্রবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এবারের নির্বাচনে নেই কোনো আমেজ। বিগত বছর এই নির্বাচনকে কেন্দ্র করে হয়েছে নানা আলোচনা-সমালোচনা ও তর্ক-বিতর্ক। যা দেশের মানুষের মুখে মুখে ছিল। তবে এবারের শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নেই তেমন আলোচনা-সমালোচনা বা তর্ক-বিতর্ক। শিল্পী সমিতির এবারের নির্বাচন যেন বিএফডিসির চার দেয়ালের মাঝেই আটকে আছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই বলছেন রোজা ও ঈদ থাকায় তেমনভাবে নির্বাচনের কার্যক্রম চালানো সম্ভব হয়নি। যার কারণে এবার নির্বাচন ঘিরে আলোচনা কম।

তবে সবকিছু উপেক্ষা করে চলচ্চিত্র শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করার এই সংগঠনটির নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গনে সকাল ৯টায় শুরু হয়ে দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। যার একটি প্যানেলে জোট বেঁধেছেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে দুই অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল।

আর অপর প্যানেলে রয়েছেন নায়ক মাহমুদ কলি ও নায়িকা নিপুণ আক্তার। মিশা-ডিপজল পরিষদে সহ-সভাপতি পদে লড়ছেন মাসুম পারভেজ রুবেল ও ডিএ তায়েব, সহ-সাধারণ সম্পাদক পদে আরমান, সাংগঠনিক সম্পাদক পদে জয় চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ডন এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল। এই প্যানেলে কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচন করছেন অভিনেত্রী সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনূর, নানা শাহ, রত্মা কবির, চুন্নু, সাঞ্জু জন ও ফিরোজ মিয়া।

আর মাহমুদ কলি-নিপুণ প্যানেলে অন্য প্রার্থীরা হলেন, সহসভাপতি পদে ড্যানি সিডাক ও অমিত হাসান, সহ-সাধারণ সম্পাদক বাপ্পি সাহা, সাংগঠনিক সম্পাদক পদে অঞ্জনা রহমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে মারুফ আকিব, দপ্তর ও প্রচার সম্পাদক কাবিলা, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে অভিনেতা আজাদ খান। এ প্যানেলে কার্যকরী পরিষদের সদস্য পদে প্রার্থীরা হলেন সুজাতা আজিম, নাদের চৌধুরী, পীরজাদা হারুন, পলি, জেসমিন আক্তার, তানভীর তনু, মো. সাইফুল, সাদিয়া মির্জা, সনি রহমান, হেলেনা জাহাঙ্গীর ও সাইফ খান। এবারের শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। তার সঙ্গে সদস্য হিসেবে আছেন এজে রানা ও বিএইচ নিশান।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১