সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পবিত্র মাহে রমজান উপলক্ষে চোকদারপাড়া যুব সমাজের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৫ এপ্রিল উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোকদারপাড়া জামে মসজিদে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়াও মোনাজাত পরিচালনা চোকদারপাড়া জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আমিনুল ইসলাম বিক্রমপুরী।
এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আসন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী যুবলীগ আহ্বায়ক ও উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ।
এ-সময় মইনুল হাসান নাহিদ উপস্থিত সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করেন।বাদ মাগরিব মসজিদ প্রাঙ্গনে মইনুল হাসান নাহিদ এর জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু,উপজেলা কৃষক লীগ সভাপতি মো: রাসেল শেখ,রশুনিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসাইন,স্বেচ্ছাসেবক লীগ নেতা পাইলট বেপারী সহ বিভিন্ন শ্রেনী পেশার অসংখ্য মুসল্লীগন।