আনিছুর রহমান রুবেলঃ মুন্সিগঞ্জ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজন দিনটি উদযাপন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ।
এরআগে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয় এবং সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন,উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, সহ-সভাপতি আওলাদ হোসেন মৃধা,
সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ। এছাড়াও সরাসরি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।