মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা জাতীয়

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ


প্রকাশের সময় :৭ মার্চ, ২০২৪ ৮:০৭ : অপরাহ্ণ

আনিছুর রহমান রুবেলঃমুন্সিগঞ্জ

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের মুর‌্যালে পুস্পস্তবক অর্পণ করা হয় এবং পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের অস্থাীয় চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) উম্মে হাবিবা ফারজানা।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.বেলায়েত হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আঞ্জুমান আরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শুল রাওশান ফেরদৌস,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ভূঁইয়া,সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ,উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। পরে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন, আবৃতি ও ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণসহ ৬টি ক্যাটাগরির প্রতিযোগিতার ২ টি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানের ৩৪ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১