আনিছুর রহমান রুবেলঃ মুন্সিগঞ্জ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১০জন যাত্রী ও ১ পথচারী আহত হয়েছেন।
শনিবার রাত ৮.৪৫ মিনিটের দিকে সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতদের সিরাজদিখান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ৭ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয় এবং বাকি ৪জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মিটফোর্ড হসপিটালে রেফার্ড করেন। রেফার্ডকৃত ৪জন হলেন সাকিল (৩৬) জিতেন্দ্র তিতেনিয়া (৭৫)পিয়ার হোসেন (৬০)ও হেলাল মিয়া (৫৮)।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, সিরাজদিখান উপজেলার ভূমি সহকারী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা,
স্থানীয়রা জানান, এসএস পরিবহন ঢাকা মেট্রো-ব ১৫-৯৫৬১ নাম্বারের বাসটি শনিবার সন্ধ্যায় প্রায় ৪০ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে আসে। পথিমধ্যে ইছাপুরা এলাকায় বাসের চালক নেমে যায়। এরপর গাড়িটির চালকের আসনে বসেন হেলপার। মালখানগর ইউনিয়নের কাজীরবাগ এলাকায় পৌঁছালে বাসটি
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়।
পরে ৯৯৯ এ খবর দিলে, সিরাজদিখান থানা ও ফায়ার সার্ভিস এর টিম ঘটনা স্থলে হাজির হয় এবং উদ্ধার কার্যক্রম চালায়।
সিরাজদিখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ফজলুল করিম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে হাজির হই, যাত্রীদের মাঝে যে কয়েকজন আহত হয়েছেন তারা আমরা আসার আগেই সাধারণ জনগণের সহায়তায় উদ্ধার হয়েছে, পরবর্তীতে আমরা বাসটিকে ক্রেনের মাধ্যমে স্থানান্তর করি এবং আমাদের রেস্কিউ টিম পানিতে নেমে ভালো করে খোঁজ নিয়ে দেখেছে এতে কোন যাত্রী বাসের ভিতরে অথবা পানির নিচে চাপা পড়েছে কিনা।
রাত ৯ টা থেকে ১টা পর্যন্ত আমাদের এই উদ্ধার কাজ অব্যাহত ছিল, তবে এই দুর্ঘটনায় কোন প্রাণহানি ঘটেনি।