সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে কোরিয়া-বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতা শিবির প্রতিনিধি দলের সাথে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির প্রতিনিধি দলের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা হয়েছে। শুক্রবার বিকেল ৫ টায় টংগিবাড়ি উপজেলার সেরাজাদাবাদে কে.বি.এফ.এস সভাপতি খাদেমুল ইসলাম বিদ্যুৎ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
কোরিয়া-বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতা শিবির ক্যাম্প লিডার লি জুংগো নেতৃত্বে উপস্থিত ছিলেন
বিশেষজ্ঞ কোহ ইয়নজেং, কিম সেনগ সাপ, কিম কওয়ানগোন, পার্ক হেজুং, ইও ইয়েনই, চো ইউনরায়ং, লি গাইও, স্টাফ ইউন জিন কায়ু,
সিরাজি খান রিপোর্টার্স ইউনিটির পক্ষে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকন, অর্থ সম্পাদক মিজানুর রহমান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেবিএফএস সভাপতি খাদেমুল ইসলাম বিদ্যুৎ, সাধারণ সম্পাদক আবু সায়েম তুহিন, পরিচালক মোহাম্মদ হাবিব।
মত বিনিময় কালে সিরাজিখান রিপোর্টার্স ইউনিটির কার্যক্রমে ভুসি প্রশংসা করেন এবং আগামী কার্যক্রম গুলো শুনে তারা খুশি হন।