আনিছুর রহমান রুবেলঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা প্রশাসনের আয়োজনে ২শত অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে,দুই শতাধিক কম্বল উপজেলার জীবসরা, নন্দনকোনা ও হাজীগাও আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ নিজে উপস্থিত থেকে আশ্রয়ণ প্রকল্পে এ কম্বল বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা সহ স্থানীয় ইউপি সদস্য, আনসার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে কনকনে শীতে উষ্ণতা ফিরে পেতে কম্বল পাওয়ায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা।