আনিছুর রহমান রুবেল: মুন্সিগঞ্জ
মুন্সীগঞ্জের শ্রীনগরে বালাশুর প্লাটুনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও উযাপিত হয়েছে ‘বিক্রমপুর পিঠা উৎসব’।
শুক্রবার দিনব্যাপী উপজেলার বালাশুরের বিক্রমপুর জাদুঘর প্রাঙ্গণে (জমিদার যদুনাথ রায়ের বাড়ি)এই পিঠা উৎসব উদযাপিত হয়।
বিক্রমপুরের ঐতিহ্য ও সাংস্কৃতিকে ছড়িয়ে দিতে বালাশুর প্লাটুনের উদ্যোগে প্রতি বছর পিঠা উৎসব, ফ্রি চিকিৎসা ক্যাম্প সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউনেস্কোর সাউথ এশিয়া বিষয়ক সাবেক কান্ট্রি ডিরেক্টর ও বাংলাদেশ ফরেণসিক মেডিসিনের পথিকৃত ডাঃ মোজাহেরুল হক,
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর ও
শ্রীনগর উপজেলা চেয়ারম্যান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ।
পিঠা উৎসবে সর্বমোট ২৬টি পিঠা-পুলির স্টল বসানো হয়েছে। দূরদুরান্ত থেকে বিভিন্ন শ্রেণি পেশার অসংখ্য দর্শনার্থীর আগমনে পিঠা উৎসবটি এক মিলন মেলায় পরিণত হয়।
মুন্সীগঞ্জ তথা ঐতিহ্যবাহী বিক্রমপুর প্রচীন বঙ্গের রাজনৈতিক, সাংস্কৃতিক, ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা-দীক্ষা ও জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ এ জনপদের বাসিন্দারা এখনও বিক্রমপুরবাসী হিসেবে নিজেদেরকে পরিচয় দেন। বিক্রমপুর পিঠা উৎসব বিক্রমপুরের ঐতিহ্যকে ধরে রেখে সামনে এগিয়ে যাবে বলে আয়োজকদের প্রত্যাশা।