সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা চিকিৎসা ও স্বাস্থ্য

সিরাজদিখানে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


প্রকাশের সময় :১৩ জানুয়ারি, ২০২৪ ৬:০৫ : অপরাহ্ণ

আনিছুর রহমান রুবেলঃমুন্সীগঞ্জ

ঠাণ্ডা বাতাসের দাপটে জেঁকে ধরেছে শীত। শীতের এই তীব্র ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে পাশে দাঁড়াল একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন।

শনিবার সিরাজদিখান উপজেলার কুসুমপুর মাঠে এইচ নূর ফাউন্ডেশনের উদ্যোগে ৩হাজার অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এইচ নূর ফাউন্ডেশনের সভাপতি এ এন এম হুমায়ুন কবির সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেশাল ব্রাঞ্চ ঢাকার রাজনৈতিক শাখার ডিআইজি ইঞ্জিনিয়ার এ.জেড. এম নাফিউল ইসলাম।

এইচ নূর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুখন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুজাহিদুল ইসলাম সুমন,এইচ নূর ফাউন্ডেশনের উপদেষ্টা নিজাম উদ্দিন মিয়া, উপদেষ্টা মো. মিজানুর রহমান, উপদেষ্টা মো. আনোয়ার হোসেন বাদল, জাগরণী সংসদের সাবেক সভাপতি জানে আলম হাওলাদার, সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন এইচ নূর ফাউন্ডেশনের সদস্য মোকশেদ আলম মৃধা, ফাহিম হোসেন, ফাহিম হাওলাদার, মো. মাসুম চৌধুরী, মাহবুব হাওলাদার মঈন আহমেদ আল মামুন, আন্তর খান প্রমুখ।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১