সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা রাজনীতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চম বারের মতো বিজয়ী হাফিজ উদ্দিন আহম্মেদ


প্রকাশের সময় :১২ জানুয়ারি, ২০২৪ ৩:২৬ : অপরাহ্ণ

এনতাজুল ইসলাম এনতাজঃ ঠাকুরগাঁও

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলেন ঠাকুরগাঁও তিন আসনের ‍ পঞ্চম বার (পীরগঞ্জ -রানীশংকৈল) জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ।

১ লক্ষ ৬ হাজার ৭ শ ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোপাল চন্দ্র রায় হাতুরি মার্কা ভোট পেয়েছেন ৬৪ হাজার ৮ শ ২১ভোট।

7 জানুয়ারি রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এই আসনে মোট ১২৮ টি ভোট কেন্দ্র,১৬ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভা মিলে ভোট অনুষ্ঠিত হয়। চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এই আসনে।

এতে জাতীয় পার্টি প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ বিপুল ভোটে লাঙ্গল মার্কা ৪৮ হাজার ১ শ ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ঠাকুরগা ৩ আসনের মোট ভোটার তিন লক্ষ ৪৩ হাজার ৮ শ ৯৩ জন। এই আসনে ভোটাধিকার প্রয়োগ করেন ১ লাখ ৭৫ হাজার ৯ শ ৮৫ জন। বাতিলকৃত ভোটের সংখ্যা ২৪ শত , ভোটের শতকরা হার 51.17 % এই তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মাহবুর রহমান। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ প্রথম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৮৮ সালে, দ্বিতীয় সংসদ সদস্য নির্বাচিত হন ২০০১, ২০০৮, ২০২৩ এবং বর্তমান ২০২৪ সালের সংসদ সদস্য হিসাবে নির্বাচনে নির্বাচিত হলেন।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১