বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |

মূলপাতা উপজেলার খবর

ব্রিজ নির্মাণে ভোগান্তিতে ১০ হাজার মানুষ


প্রকাশের সময় :২৩ মার্চ, ২০২৩ ১১:৫৩ : পূর্বাহ্ণ

নিউজ ডেস্কঃচার বছর আগে ব্রিজ নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় কাজে লাগেনি সেটি। এতে ভোগান্তিতে রয়েছে জামালপুরের মেলান্দহ উপজেলার ৫ গ্রামের ১০ হাজার মানুষ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার নাংলা ইউনিয়নের বাগুরপাড়া এলাকায় কনক রাইস মিলের পাশে ২০১৯-২০ অর্থবছরে ব্রিজটি নির্মাণ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, চার বছর আগে ব্রিজটি নির্মাণ হলেও সংযোগ সড়ক না হাওয়ায় ভোগান্তিতে রয়েছে এলাকাবাসী।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৯-২০২০ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ব্রিজটি নির্মাণ করা হয়। ৩৮ ফুট দৈর্ঘ্যের ব্রিজটির নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় ৩২ লাখ টাকা।

স্থানীয়রা জানান, ব্রিজ নির্মাণ করার পর সংযোগ সড়ক হয়নি। ব্রিজের পাশ দিয়ে এ ধানক্ষেতের আইল দিয়ে যাতায়াত করতে হচ্ছে।

বাগুরপাড়া এলাকার দশম শ্রেণির শিক্ষার্থী জিহাদ মিয়া বলেন, ব্রিজ হলেও সংযোগ সড়কের অভাবে সেটি ব্যবহার করতে পারছি না। ধানক্ষেতের আইল দিয়ে যাতায়াত করতে হয়। বৃষ্টির দিনে আইল দিয়ে চলাচল করা যায় না। সংযোগ সড়ক হলে আমাদের জন্য যাতায়াত সহজ হবে।

কৃষক হামেদ আলী বলেন, সরকার আমাদের এ ধরনের ব্রিজ দিয়ে আরও লজ্জিত করেছে। চার বছর আগেও ব্রিজটি নির্মাণ করা হলেও একদিনও ব্যবহার করতে পারিনি।

এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, মাটি কাটা হয়েছিল বন্যায় ভেঙে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সেলিম মিঞা বলেন, সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১