সিরাজদিখান প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মুন্সিগঞ্জ- ১ আসনের নৌকার মননীত প্রার্থী মহিউদ্দিন আহমেদকে বিজয়ী করার লক্ষ্যে আলোচনা সভা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারশুরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
যুবলীগ নেতা মো: মাসুদখান শফিউদ্দিনের আয়োজন আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মধুসূদন দুলু, আওয়ামিলীগ নেতা জুলহাস উদ্দিন জুয়েল, সোহরাব হোসেন, সিরাজদিখান উপজেলা সেচ্ছাসেবক লীগ মো: সঞ্চয় হোসেন, প্রিন্স রনি, দুলাল আহমেদসহ স্থানীয় গন্যমান্য ও সাধারন জনগন।
এ সময় বক্তারা সাধারণ জনগনকে সক্রিয়ভাবে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান। বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর মার্কা নৌকা তাই আমরা সবাই নৌকার পক্ষে কাজ করব। মহিউদ্দিন আহমেদ মাটি ও মানুষের নেতা, এছাড়া দীর্ঘ প্রতিক্ষার পরে সিরাজদিখানবাসী নৌকা পেয়েছি সুতরাং এর বিজয় নিশ্চিত করবই।