সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা রাজনীতি

মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর শোভাযাত্রা


প্রকাশের সময় :১৯ ডিসেম্বর, ২০২৩ ১১:৫৮ : অপরাহ্ণ

আনিছুর রহমান রুবেলঃ মুন্সীগঞ্জ

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে সিরাজদিখান উপজেলার গোয়ালবাড়ী মোড় ইউএনও পার্কের সামনে থেকে বিজয় শোভাযাত্রা বের হয়ে সিরাজদিখান বাজার সড়ক প্রদক্ষিন করে উপজেলা মোড় বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় পথসভার আয়োজন করা হয়। মুন্সীগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী আলহাজ্ব মহিউদ্দিন আহমেদকে জয়ী করার লক্ষে একাত্মতা প্রকাশ করে পথসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কাশেম মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চোকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন,উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মিলন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু,উপজেলা আওয়ামী যুবলীগের ১নং যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম লিটু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ রয়েল, উপজেলা তাঁতি লীগের সভাপতি আসাদুজ্জামান বাবু, উপজেলা কৃষকলীগের সভাপতি দীন মোহাম্মদ লালু, কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কপাসের হোসেন, ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সুমন মিয়া, জৈনসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু, বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইফুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিয়ান আব্দুল্লাহ অনিকসহ আরো অনেকে। এছাড়া বিজয় শোভাযাত্রা ও পথসভায় লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মোঃ ফজলুল হক, বয়রাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১