সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১৯৭৫ সালে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মঙ্গলবার বিকালে উপজেলা মোড় বাস স্ট্যান্ড সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফ হোসেন সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান উল্লাহ রয়েলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ কাউসার ভূইয়া, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইসলাম শেখ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য সুবীর চক্রবর্তী সহ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।