সিরাজদিখান প্রতিনিধিঃ
বাংলাদেশ তাঁতী লীগ সিরাজদিখান উপজেলা শাখার আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
গত ১৫ অক্টোবর মুন্সীগঞ্জ জেলা তাঁতী লীগের আহবায়ক আনোয়ার হোসেন ঢালী ও সদস্য সচিব সুশান্ত চক্রবর্তীর যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মোঃ রাসেল শেখকে সভাপতি ও ইঞ্জিনিয়ার বুলবুল আহম্মেদকে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদে বাংলাদেশ তাঁতী লীগ সিরাজদিখান উপজেলা শাখার আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। এছাড়া আংশিক কমিটিতে ইমান হোসেন, শেখ মোঃ ইয়াসিন, নাদিম হায়দায় সেন্টু, মোঃ আঃ হান্নান মাদবর ও মোহাইমিনুল ইসলাম শুভকে সহ-সভাপতি, অখিল মন্ডলকে যুগ্ন সাধারণ সম্পাদক, মোঃ জসিম শেখকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, রতন বেপারীকে দপ্তর সম্পাদক, বাহারুল শেখকে সমাজ কল্যাণ সম্পাদক করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আংশিক কমিটির ঘোষনার তিন মাসের মধ্যে ৬১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি কমিটি গঠন করে বাংলাদেশ তাঁতী লীগ মুন্সীগঞ্জ জেলা শাখা বরাবর জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। এদিকে বাংলাদেশ তাঁতী লীগ সিরাজদিখান উপজেলা শাখার আংশিক কমিটিতে মোঃ রাসেল শেখ,সভাপতি নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ মুঠোফোন কল এসএমএসের মাধ্যমে বন্ধু বান্ধব আত্নীয় স্বজন ও তার শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানাচ্ছেন।