সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিভিন্ন আয়োজনে উপজেলায় এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার ৩ সেপ্টেম্বর বিকাল ৩ টায় উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ প্রাঙ্গনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম তানভীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক আবুজাফর রিপন বিপিএএ।
এসময় প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এবং সকল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রি কলেজের প্রভাষক চৈতী দেবনার্থ এর সঞ্চালনায়
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ,সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল)মোস্তাফিজুর রহমান রিফাত,সহকারী কমিশনার (ভূমি)উম্মে হাবিবা ফারজানা,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান
এ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন,সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ মুক্তিযোদ্ধা, ইমাম, শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।