বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা দুর্ঘটনা

সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় আহত ২।


প্রকাশের সময় :৩ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৩৮ : অপরাহ্ণ

সিরাজদীখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংষর্ষে এক যাত্রী ও প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়েছেন ।

 

আজ রবিবার সকাল ৭ টার দিকে উপজেলার নিমতলা-সিরাজদীখান সড়কের রশুনিয়া এলাকায় ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন,জেলার সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কাকালদি গ্রামের মৃত হাকিম আলীর পুত্র মো.আজিজুল হক (৬৫) ও প্রাইভেটকার চালক মো.সেলিম (৪২) ভোলা জেলার দৌলতখান উপজেলার জোয়ান নগর গ্রামের মো.খোরশেদ আলমের ছেলে । আহত দুজনকে প্রথমে সিরাজদীখান উপজেলার ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা পাঠান ।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সিরাজদীখান থেকে ঢাকা গামী সিরাজদীখান পরিবহন লি: ঢাকা মেট্রো ব-১৫-৩৫২৬ বাসটির সাথে ঢাকা থেকে সিরাজদীখান গামী প্রাইভেটকার ঢাকা মেট্রে-গ ২২-৫৬৭৬ কারটি নিমতলা-সিরাজদীখান সড়কের রশুনিয়া নামক এলাকায় ফায়ার সার্ভিসের সামনে মুখোমুখি সংঘর্ষ হলে প্রাইভেটকারটি খাদের পানিতে পড়ে যায় । এ সময় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এক যাত্রী ও প্রাইভেটকার চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।

সিরাজদীখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.ফজলুল করিম জানান,দুর্ঘটনাটি আমাদের কাছেই ঘটেছে । আমরা এবং স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি ।

সিরাজদীখান থানার ওসি মো.মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ঘাতক বাসটি আটক আছে চালক পলাতক রয়েছে।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১