সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে “গাছ লাগান জীবন বাঁচান” এ স্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে “নন্দনকোলা পাড়াভোম আলোকিত যুবসমাজের” উদ্যোগে গাছের চারা রোপন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৫ আগষ্ট দুপুর ১২ টার দিকে দেশি বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রজাতিসহ গাছের চারা সিরাজদিখান সার্কেল অফিস প্রাঙ্গনে রোপন করেন।
উপজেলার কোলা ইউনিয়নের “নন্দনকোলা পাড়াভোম আলোকিত যুবসমাজ” রাস্তাঘাট মেরামত, রক্তদান কর্মসূচি,ফ্রি মেডিকেল ক্যাম্প সহ, প্রাকৃতিক দুর্যোগে দুস্থদের মাঝে বিভিন্ন সহায়তা করতে দেখা গেছে।
এবিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত জানান,উপজেলার কোলা ইউনিয়নের নন্দনকোলা গ্রামে যুবসমাজ এর একটি অংশ মিলে যে বন্ধনটি তৈরি করেছে,তার নাম “নন্দনকোলা পাড়াভোম আলোকিত যুবসমাজ “। তারা তাদের পরিবারের পক্ষ থেকে দেশি বিলুপ্তপ্রায় কিছু প্রজাতিসহ গাছের চারাগাছ সিরাজদিখান সার্কেল অফিস প্রাঙ্গনে রোপন করেছে। সেখানে সার্কেল অফিসের সকল সদস্যসহ গাছের মতোই ছোট একজন মানুষও উপস্থিত ছিলেন। স্বাধীন বাংলার মাটিতে তারা বেড়ে উঠুক সুখ-সমৃদ্ধি ও উন্নয়ন এর বার্তা নিয়ে,এটাই আমাদের কামনা। যুবসমাজের সদস্যরা সমাজ নিয়ে চিন্তা দেশকে অগ্রসর করার ভাবনা,বাংলাদেশ পুলিশের কাছে তাদের প্রত্যাশা’র কথাও তুলে ধরেছেন৷ মাদকের করাল গ্রাস থেকে রক্ষা পেয়ে বাংলাদেশ এর যুবসমাজ বেড়ে উঠুক ও তারা একত্রিত হয়ে সমাজ ও দেশের জন্য সৌভাগ্য বয়ে আনুক এই কামনায় আমি “নন্দনকোলা পাড়াভোম আলোকিত যুবসমাজের” সাফল্য কামনা করছি।