বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা রাজনীতি

সিরাজদিখানে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ সমাবেশ


প্রকাশের সময় :২২ মে, ২০২৩ ১১:৪৩ : অপরাহ্ণ

সিরাজদিখান মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক হত্যার হুমকি প্রধানকে কেন্দ্র করে বিক্ষোভ সমাবেশ করেছেন সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাহুল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশনায় দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন,
এ সময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল হক জাহিদ, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মহসিন রেজা, কেয়াইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, চয়ন মোল্লা, জসিম উদ্দিন তুহিন, শ্যামল, বিদ্যুৎ কর, আল আমিন, কৃষক লীগ নেতা ও ইউপি সদস্য ভবন দাস, মাসুদ জমাদার, পরিতোষ দেবনাথ প্রমুখ।
এ সময় নেতারা বক্তব্যের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ও আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

আনিসুর রহমান রুবেল
২২/০৫/২০২৩
০১৩১৫৬৪৮১৫০


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১