মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা রাজনীতি

নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।


প্রকাশের সময় :২৭ এপ্রিল, ২০২৩ ৮:২৮ : অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ এপ্রিল সকাল ১০ঃ৩০ মিনিটে নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ মাঠে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক আবুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মোস্তফা কামাল লোটাস,আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম,সাবেক কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
এম এ করিম মজুমদার,সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান মজুমদার,
নবগঠিত কমিটির অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন,কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান ভূঁইয়া বাছির,
সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন আলমগীর,সদস্য কাজী ইয়াসিন প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন,কুুটি মিয়া সভাপতি সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ, কাজী দিদার যুগ্ম সাধারণ সম্পাদক সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ,কাজী মোস্তফা সাংগঠনিক সম্পাদক সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ,শাহাদাত মেম্বার যুগ্ম সাধারণ সম্পাদক ঢালুয়া ইউনিয়ন কৃষক লীগ সহ আরো অনেকেই।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১