শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |

মূলপাতা চট্টগ্রাম

চট্টগ্রামে বিস্ফোরণ-আগুন, আহত ৪


প্রকাশের সময় :১৯ এপ্রিল, ২০২৩ ৩:৪৯ : পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের চাক্তাই এলাকায় একটি শুঁটকির কোল্ড স্টোরেজে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১টার দিকে চাক্তাইয়ের রাজাখালী রাস্তার মুখে জনতা হাজি বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।

 

বিস্ফোরণে আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- মো. তারেক (২৮), নুর হোসেন, মো. মান্নান (৩৪) ও রবিন (২২)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, রাজাখালী এলাকা থেকে আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করেছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হালিম। তিনি বলেন, ১টা ৫ মিনিটে আগুনের সংবাদ আসে। ফায়ার সার্ভিসের লামার বাজার, নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের ৭টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১