অনলাইন ডেস্ক: ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির তিনটি অঙ্গসংগঠনের যৌথ প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। রোববার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়।
রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে আসা সংগঠন তিনটির হাজার হাজার নেতাকর্মী পদযাত্রায় অংশ নিয়েছেন। তাদের ভারত বিরোধী স্লোগানে মুখরিত হয়ে উঠেছে আশপাশের এলাকা।
ভারতীয় আগ্রাসন ও ষড়যন্ত্র বন্ধে আজকের কর্মসূচির মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভারতকে সাবধান করা হবে জানিয়ে নেতাকর্মীরা বলছেন, ভবিষ্যতে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আসলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
পদযাত্রায় উপস্থিত আছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির
উল্লেখ্য, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও নানাবিধ উসকানিমূলক অপপ্রচারের প্রতিবাদে যৌথ এ কর্মসূচি পালন করছেন তারা।