সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা জাতীয়

বাংলাদেশি জেলেকে গুলি করল মিয়ানমার নৌবাহিনী


প্রকাশের সময় :২৮ নভেম্বর, ২০২৪ ১১:১০ : পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক:  সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মিয়ানমারের কিছু অংশে মাছ শিকারের সময় দেশটির নৌবাহিনীর গুলিতে এক বাংলাদেশি জেলে আহত হয়েছেন। বুধবার দুপুরের দিকে সেন্টমার্টিন দক্ষিণপূর্ব বঙ্গোপসারে এ ঘটনা ঘটে। গুলিতে আহত জেলে মোহাম্মদ এরশাদ (৪০) সেন্টমার্টিন গলাচিপার বাসিন্দা। তবে তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি এলাকায়। এসব তথ্য নিশ্চিত করে এদিন রাতে সেন্টমার্টিনের ইউপি সদস্য মো. সৈয়দ আলম বলেন, দ্বীপের আলী জোহারের মালিকানাধীন ট্রলারে ছয় জেলে সাগরে মাছ শিকারে যান। এ সময় সেন্টমার্টিন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরের মিয়ানমারের কিছুটা অংশে দেশটির নৌবাহিনীর সদস্যরা জেলেদের ধাওয়া করেন। এক পর্যায়ে জেলেদের ওপর গুলি চালান। এতে এক জেলে গুলিবিদ্ধ হন।

দ্বীপের বাসিন্দা ট্রলারের নেজাম উদ্দিন জানান, সেন্টমার্টিনসংলগ্ন সাগরে মাছ শিকারকালে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ থেকে জেলেদের ওপর গুলি চালানো হয়। এতে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। তার ডান হাতে গুলি লাগে।

এ বিষয়ে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর মোহাম্মদ ইশতিয়াক মুর্শেদ বলেন, সাগরে মাছ শিকারে ভুলক্রমে জেলেকে গুলি করা হয়। পরে তারা আহত জেলেকে চিকিৎসা দিয়ে ফেরত পাঠিয়ে দেয় বলে বিষয়টি জেনেছি। তবু বিষয়টি আমরা আরো খোঁজ নিচ্ছি।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১