সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সোহেল আহমেদ রানার আয়োজন যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা, আলোচনা সভা ও র ্যালী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকাল ৫ টায় উপজেলার মালখানগর ডিগ্রি কলেজ মাঠে কেককাটা ও আলোচনা সভা শেষে একটি
র্যালী বের হয়ে কলেজ রোড থেকে মালখানগর চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ রানার আয়োজন ও সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গত বছর ২৮ অক্টোবর পল্টনে আওয়ামী পুলিশ বাহিনীর নির্বিচার গুলিতে দুচোখ হারিয়ে অন্ধ মালখানগর ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপি’র সহ সভাপতি হালেম শেখ।
এ সময় আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা যুবদল নেতা ইকবাল হোসন, জেলা যুবদল আহবায়ক কমিটির সদস্য আমজাদ হোসেন, লোকমান হোসেন, উপজেলা শ্রমিকদল সভাপতি মো. বাদশা, সহ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, মৎস্যজীবীদল সভাপতি মো. মুসা, সাধারণ সম্পাদক গোলজার হোসেন, থানা যুবদল সাবেক যুগ্ন সম্পাদক বাবুল আহমেদ, উপজেলা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক রায়হান মৌসুম, মালখানগর ডিগ্রি কলেজ শাখা আহবায়ক হিমেল মাঝি, যুগ্ন আহ্বায়ক রবিন শেখ প্রমুখ।