সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা আন্তর্জাতিক

হিজবুল্লাহর ড্রোন হামলায় চার ইসরায়েলি সেনা নিহত


প্রকাশের সময় :১৪ অক্টোবর, ২০২৪ ১১:৩৪ : পূর্বাহ্ণ

অনলাইন  ডেস্ক: লেবানন থেকে উত্তর ইসরায়েলে একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬১ জন। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।খবরে বলা হয়েছে, হাইফার দক্ষিণে বেনইয়ামিনা এলাকায় ইসরাইলি সেনা ঘাঁটিতে এই হামলা চালায় হিজবুল্লাহ। এতে চার সেনা নিহত ও ৬১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাত সেনার অবস্থা আশঙ্কাজনক।

হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, গত ১০ অক্টোবর দক্ষিণ লেবানন ও বৈরুতে ইসরায়লি হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। মূলত তেল আবিব ও হাইফার মাঝামাঝি এলাকায় আইডিএফের গোলানি ব্রিগেডের একটি প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১