সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা উপজেলার খবর

মক্তব থেকে ফেরার পথে মাইক্রোবাসের চাপায় ৪ শিশু নিহত


প্রকাশের সময় :২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৩৩ : অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার খোকসায় মক্তব থেকে ফেরার পথে মাইক্রোবাসের চাপায় ৪ শিশু নিহত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুঠিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হ‌লো- কুঠিপাড়া গ্রামের মো. হানিফের মেয়ে মীম (১২), একই গ্রামের পালন শেখের মেয়ে তানজিলা (১১) ও হেলাল উদ্দিনের মেয়ে যু‌থি (১২)। বা‌কি একজ‌নের প‌রিচয় জানা যায়নি।

স্থানীয় ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, সকালে মক্তব থেকে বাড়ি ফিরছিল চার শিশু। কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়‌ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পরে তিন শিশু মারা যায়।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ব‌লেন, মাইক্রোবা‌সের চাপায় চার শিশুর মৃত্যু হয়ে‌ছে। প্রতিবাদে কুষ্টিয়াুরাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনগণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১