সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা উপজেলার খবর

স্বাভাবিকতায় ফিরছে রাঙামাটি


প্রকাশের সময় :২৩ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৪৭ : অপরাহ্ণ

নিজস্ব  প্রতিবেদক: অস্থিরতা, ভয় ও আতঙ্ক কাটিয়ে চিরচেনা রুপে ফিরতে শুরু করেছে পার্বত্য জেলা রাঙামাটি। ১৪৪ ধারা ও অনির্দিষ্টকালের গণপরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর থেকে স্বাভাবিক হতে শুরু করেছে পার্বত্য এই জেলা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে শহরের একমাত্র পরিবহন সিএনজি চলাচল করছে। খুলতে শুরু করেছে দোকানপাট ও শপিংমল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণপরিবহনের স্যাংখও বাড়তে শুরু করেছে। রাঙামাটি-চট্টগ্রাম, রাঙামাটি-বান্দরবনের বাস চলাচল করলেও রাঙামাটি-খাগড়াছড়ির কোন বাস ছেড়ে যায়নি।তবে এখনও পুরোপুরি কাটেনি আতঙ্ক। স্থানীয়রা মনে করছেন, ধীরে ধীরে স্বাভাবিক হয়ে পুরনো চেহারায় ফিরবে এই শহর। ফিরে আসবে বিশ্বাস।

এদিকে, সংঘাত ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ডাকা গত শনিবার থেকে শুরু ৭২ ঘণ্টার অরবোধ চলমান রয়েছে। যা শেষ হবে আজ। অবরোধের কারণে সাজেকে আটকে আছে ৮ শতাধিক পর্যটক। অবরোধ প্রত্যাহার হলেই ফিরিয়ে আনা হবে পর্যটকদের জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা প্রশাসন।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১