খুলনা প্রতিনিধি : খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে নগরীর বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- রাব্বি, আশরাফুল ও মামুন। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, শুনেছি বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে কর ভবনের নির্মাণ কাজ করছিল রড মিস্ত্রিরা। সেখানে অসাবধানতাবশত পাঁচতলা থেকে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে ঘটনাটি সোনাডাঙ্গা মডেল থানা এলাকার।
মূলপাতা উপজেলার খবর
খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত
প্রকাশের সময় :১০ সেপ্টেম্বর, ২০২৪ ১১:০৯ : পূর্বাহ্ণ