আনিছুর রহমান রুবেলঃ সিরাজদিখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিরাজদিখান উপজেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিরাজদিখান উপজেলার আয়োজনে গতকাল শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুুমপুর গ্রামের আব্দুল কুদ্দুস ধীরনের বাড়িতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পরে দুপুর সাড়ে ১২টার দিকে দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিরাজদিখান উপজেলার শাখার
আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন কে ও বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলামকে সদস্য সচিব করে ২৭সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মুন্সীগঞ্জ জেলার আহ্বায়ক ও
মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের গৌরব তারা জাতির সূর্যসন্তান তাদের সর্বোচ্চ সহযোগিতা ও তাদের সকল যৌক্তিক দাবি মেনে নেয়ার জন্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মুক্তিযোদ্ধাদের পাশে ছিল এবং ভবিষ্যতে থাকবে,মুক্তিযোদ্ধাদের সকল ন্যায্য দাবী দাওয়া মেনে নেওয়া সহ তাদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করব ইনশাল্লাহ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আশা বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।