সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা শিক্ষা

সিরাজদিখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ।


প্রকাশের সময় :১২ আগস্ট, ২০২৪ ৭:৪২ : অপরাহ্ণ

সিরাজদিখান প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানের ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে সোমবার সকালে শ্রেণী কার্যক্রম বন্ধ করে এবং পরে শ্রেণিকক্ষের বাইরে এসে বিদ্যালয় প্রাঙ্গণে এই বিক্ষোভ করেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে
ওই শিক্ষকের পদত্যাগের
দাবিতে ইছাপুরা ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গনে এসে বিক্ষোভ প্রদর্শন করে।
এসময় বিদ্যালয়ের অন্য শিক্ষকরা বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন।
বিক্ষোভকারী বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা
দাবী করেন প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন একক সিদ্ধান্তে বিদ্যালয়ে ব্যাপক দুনীতি করেছে। তাই আমরা প্রধান শিক্ষকের পদত্যাগ চাই। পরে বিদ্যালয়ে গিয়ে দেখা যায় প্রধান শিক্ষকের অফিস কক্ষে তালা জুলছে।
শ্রেণিকক্ষে শিক্ষার্থী না থাকায় শিক্ষকরা শিক্ষক মিলনায়তনে বসে আছেন।
শিক্ষার্থীদের দাবী প্রধান শিক্ষক আমাদের দাবি না মেনে সে পালিয়ে গেছেন।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক জামাল হোসেন মিয়া বলেন।
আসলে প্রধান শিক্ষক পালিয়ে যায়নি তার স্ত্রীকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছেন।
বিদ্যালয়ে গতকাল রবিবার থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
রবিবার রাতে প্রধান শিক্ষক ঢাকা গিয়েছেন।
বিদ্যালয়ের শ্রেণীর কার্যক্রম বন্ধ হয়ে গেছে এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক নাসির উদ্দিন বলেন

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদে বলেন, আমার কাছে কোন অভিযোগ শিক্ষার্থীরা করেনি। তবে শুনেছি বিদ্যালয় বিক্ষোভ হচ্ছে। আমি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি যেন বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম স্বাভাবিক থাকে।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১