সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা সম্পাদকীয়

সিরাজদীখান প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি সৈয়দ মুকুট – সম্পাদক মাসুদ


প্রকাশের সময় :১১ আগস্ট, ২০২৪ ৯:৫৭ : অপরাহ্ণ

সিরাজদীখান প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদীখান প্রেসক্লাবের পুরনো কমিটি বিলুপ্ত করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি সৈয়দ মাহমুদ হাসান মুকুট ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ।
গতকাল রবিবার সকাল ১১টার দিকে সিরাজদীখান প্রেসক্লাবের সভাকক্ষে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সঞ্চালনায় ও সিরাজদীখান প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুজ্জামান পনিরের সভাপতিত্বে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সভায় সকল সদস্যের উপস্থিতিতে এবং সর্বসম্মতিকর্মে পূর্বের কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়।

এর আগে ছাত্র-জনতাসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা ও দোয়া করা হয়। প্রেসক্লাবের সহযোগী সদস্যদের সাধারণ সদস্য হিসেবে অর্ন্তভূক্ত করা হয়।

এরপর মধ্যাহ্নভোজের বিরতির পর দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়।

এ অধিবেশনে সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুলের সঞ্চালনায় ও প্রেসক্লাবের নির্বাচন কমিশনার ড. সাইদুল ইসলাম খানের সভাপতিত্বে মাসিক বিক্রমপুরের সম্পাদক সৈয়দ মাহামুদ হাসান মুকুটকে সভাপতি ও আজকের পত্রিকার আব্দুল্লাহ আল মাসুদকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন – সহ-সভাপতি জাবেদুর রহমান জুবায়ের (ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ মান্নান ( সংগ্রাম),সাংগঠনিক সম্পাদক নাজমুল মোল্লা (প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা ( বাংলারদূত), দপ্তর সম্পাদক আরিফুর রহমান (মুসলিম টাইমস), প্রচার ও যোগাযোগ সম্পাদক মো. আমির হোসেন ঢালি ( সভ্যতার আলো), ক্রীড়া ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আরিফ হোসেন হারিছ (লাখো কন্ঠ), সাহিত্য ও সমাজ কল্ল্যাণ সম্পাদক সুলতানা আখতার (আজকালের খবর), গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইসমাইল খন্দকার (ইনকিলাব),কার্যনির্বাহী সদস্য সাবেক সভাপতি শামসুজ্জামান পনির (ইত্তেফাক) , সাবেক সভাপতি কে. এন. ইসলাম বাবুল (যায়যায়দিন) , সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল (সমকাল), সাবেক সহসভাপতি মো. আসলাম মোল্লা (খবরপত্র), সাবেক সাধারণ সম্পাদক আশরাফ ইকবাল , মো. মোস্তফা (ভোরেরপাতা)।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১