আনিছুর রহমান রুবেলঃ স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কারনে কোটি টাকা পিচ ঢালাই পাকা রাস্তা ক্ষতি সাধন হচ্ছে।
প্রতিনিয়িত এসব রাস্তা দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করছে, তাই সামান্য বৃষ্টির জলব্দতায় বেহাল দশায় পরিণত হয়েছে।
এই পরিস্থিতিতে রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে ঘুরে দেখা গেছে, সিরাজদিখানের বালুরচর ইউনিয়নের বালুচর বাজারের পশ্চিম থেকে পূর্ব দিকে খাস মহল বালুচর চৌরাস্তা পর্যন্ত রাস্তাটির বেহাল দশা। সামান্য বৃষ্টিতে প্রতিটি রাস্তায় জলাবদ্ধতা ও কাদা মাটির চিত্র ছাড়া আর কিছু দেখা য়ায় না।
এই বিষয়ে ৭ নং বালুচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার আবুল কাসেম বলেন, বালুচর বাজারের এই রাস্তাটি সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় জনজীবনের ভোগান্তির সৃষ্টি হয় এবং শিক্ষার্থী সহ সাধারণ মানুষের চলাচলে ব্যাঘাত ঘটে তাই অতি দ্রুত এই রাস্তাটি ড্রেইনের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে রাস্তাটি চলাচলের উপযোগী করা দরকার,যেন পরবর্তীতে বৃষ্টির পানি জমে থাকার কারণে রাস্তা চলাচলের ব্যাঘাত না ঘটে।
এই বিষয়ে বালুচর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী নাজমুল মোল্লা বলেন, আমরা এখানে ব্যবসা করি আমাদের এই বাজারের রাস্তাটি সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয় এতে করে যানবাহন চলাচল সাধারণ মানুষ ও শিক্ষার্থী সহ চলাচলের ক্ষেত্রে সকলের ভোগান্তি পোহাতে হয় তাই অতি দ্রুত ড্রেইনের ব্যবস্থা করা দরকার।
এই বিষয়ে
৭ নং বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আওলাদ হোসেন বলেন, সামান্য বৃষ্টিতেই বালুচর বাজারের রাস্তাটি চলচলের অনুপোযোগী হয়ে ওঠে, বিষয়টি আমার মাথায় আছে এবং অতি দ্রুত ট্রেনিং ব্যবস্থার জন্য আমি কথা বলেছি বিষয়টি আমাদের উপজেলা নির্বাহী অফিসার জনাব সাব্বির আহমেদ অবগত আছেন। ইনশাল্লাহ অতি দ্রুত এই বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রইনের ব্যবস্থার কাজটি সম্পন্ন করা হবে।
এ বিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি, এবং আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি অতি দ্রুত ড্রেইনের মাধ্যমে রাস্তাটির সংস্কার করে এর সমাধান করা হবে।