আনিছুর রহমান রুবেলঃ স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জে বাংলাদেশ কনজুমার এসোসিয়েশন মুন্সিগঞ্জ জেলা শাখার আয়োজনে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়য়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার ২৫ জুন সকাল ১১ টায় জেলা প্রশাসকের সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মুন্সিগঞ্জ জেলা কনজুমার এসোসিয়েশন এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর সরকার মন্টুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা মাজিস্ট্রেট আবু জাফর রিপন
জেলা কনজুমার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মীর নাছির উদ্দীন উজ্জ্বল এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বিজ্ঞ অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট মোঃ মাসুদুল আলম
এ সময় আরো উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা কনজুমার এসোসিয়েশন এর সভাপতি শামসুজ্জামান পনির সহ জেলার বিভিন্ন উপজেলার কনজুমার এসোসিয়েশন এর সভাপতি সাধারণ সম্পাদক,বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি সাধারণ ও বাজার কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায়, দ্রব্য মূল্যের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও খাদ্য দ্রব্যে বেজাল,বিশুদ্ধ শিশু খাদ্য ঔষধ এলাকার বিভিন্ন বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে মনিটরিং করা ও বেশী বেশী মোবাইল কোর্ট পরিচালনা করে সার্বিক বিষয় গুলো নিয়ন্ত্রণের ব্যপারে আলোচনা ও মতবিনিময় করা হয়।
পরে সভাপতির বক্তব্যে মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।