সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা আন্তর্জাতিক

রাশিয়ায় বন্দুক হামলা, নিহত ১৫


প্রকাশের সময় :২৪ জুন, ২০২৪ ১০:৩৯ : পূর্বাহ্ণ

অনলাইন  ডেস্ক:রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের দাগেস্তানের দুটি শহরে বন্দুকধারীরা একটি সিনাগগ, একটি অর্থোডক্স গির্জা এবং একটি পুলিশ পোস্টে হামলা চালিয়েছে। এ ঘটনায় যাজক ও পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

রবিবার মাখাচকালা ও ডারবেন্টে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স। দাগেস্তান অঞ্চলের গভর্নর সের্গেই মেলিকভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে সোমবারের ভোররাতে প্রকাশিত একটি ভিডিওতে বলেছেন, ‘এটি দাগেস্তান এবং পুরো দেশের জন্য একটি দুঃখজনক দিন।

মেলিকভ জানিয়েছেন, ১৫ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা ‘সন্ত্রাসী হামলা’র কবলে পড়েছিলেন। তবে কতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন, তা তিনি জানাননি। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, কমপক্ষে ১৫ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১