সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা উপজেলার খবর

সিলেটে টিলাধসে মাটিচাপায় তিনজনের মরদেহ উদ্ধার


প্রকাশের সময় :১০ জুন, ২০২৪ ৩:০৬ : অপরাহ্ণ

সিলেট প্রতিনিধি: সিলেট মহানগরীর ইসলামপুর চামেলীবাগ আবাসিক এলাকায় টিলা ধসে মাটিচাপা পড়া একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে সেনাবাহিনীর উদ্ধারকারী দল। সোমবার (১০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- করিম উদ্দিন, তার স্ত্রী রুজি বেগম ও তাদের ছয় মাস বয়সী শিশুসন্তান তানিম।

এর আগে, ভোর ৬টার দিকে টিলা ধসে একটি আধাপাকা বাড়ির ওপরে পড়ে। এতে পাঁচজন মাটিচাপা পড়েন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করে।

সিলেট সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, ভোরে বিকট শব্দে টিলা ধসে পড়ে। এতে দুই পরিবারের ৫ জন মাটিচাপা পড়েন। দুই জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হলেও তিনজনের লাশ উদ্ধার করেছে সেনাবাহিনীর উদ্ধারকারী দল।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১