সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদের মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মঈনুল হাসান নাহিদকে সমর্থন দিয়ে সিএনজি শোভাযাত্রা করেছে উপজেলার বালুচর ইউনিয়নের বিভিন্ন এলাকার সিএনজি চালকরা।
শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি এলাকা থেকে সিএনজি শোভাযাত্রাটি বের হয়ে কালীনগর, মালখানগর হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ গেট এলাকায় গিয়ে সমাপ্ত হয়।
পরে বিকাল ৫ টার দিকে আয়োজিত চেয়ারম্যান প্রার্থী মঈনুল হাসান নাহিদের নির্বাচনি মিছিলে যোগ দেন তারা। সিএনজি শোভাযাত্রায় বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া থেকে বঞ্চিত বালুচর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের অবহেলিত প্রায় ৫০ জন সিএনজি চালক মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মঈনুল হাসান নাহিদকে সমর্থন দিয়ে তার বিজয়ের লক্ষে সিএনজি শোভাযাত্রায় অংশ নেয়। সিএনজি শোভাযাত্রার নেতৃত্ব দেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন। শোভাযাত্রায় সিএনজি চালকদের পাশাপাশি চেয়ারম্যান প্রার্থী মঈনুল হাসান নাহিদের কর্মী ও সমর্থকসহ স্থানীয় ভোটার ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। সিএনজি চালকরা বলেন, আমরা বালুচরের ১,২ ও ৩ নং ওয়ার্ডের অবহেলিত মানুষ। আমাদের এখানকার কোন রাস্তাঘাট ভালো নেই। পূর্বে যারা রাস্তাঘাটের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের কেউই সে প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন নি। তাই আমরা ৫০ জন সিএনজি চালক ও আমাদের পরিবারের লোকজনসহ স্থানীয় এলাকাবাসী মঈনুল হাসান নাহিদ ভাইকে সর্মথন দিয়েছি। তাকে সমর্থন দেওয়ার পাশাপাশি তার বিজয়ের লক্ষে সিএনজি নিয়ে শোডাউন দিতে বেরিয়েছি। আশা রাখি নাহিদ ভাই নির্বাচিত হয়ে আমাদের রাস্তাঘাটের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন।