কৌশিক মন্ডলঃসিরাজদিখান প্রতিনিধি
মঙ্গলবার বিকাল ৫ টায় রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আওলাদ হোসেন মৃধার আনারস মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কে এম আলমগীর কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান , উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নিখিল চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহসিন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগ সদস্য আশরাফুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হোসেন আলী খান, শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম চৌধুরী চঞ্চল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি তপন রাজবংশী সঞ্চালনায় এ সময় আর উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মেহের আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহ আলম আসাদ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আসেল খান, যুগ্ন আহবায়ক এনামুল ইসলাম।