আনিছুর রহমান রুবেলঃ
চলতি বছরের ১৮ মে তৃতীয় ধাপে মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আসন্ন সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছে প্রকাশ করে নির্বাচনে অংশ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তাহমিনা আক্তার তুহিন।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজদিখান উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা তুহিনের মরহুম পিতা গোলাম হোসেন,দাদা মরহুম ইনতাজ উদ্দিন ও নানা মরহুম তারিক আলী তিনজন উপজেলার বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
তার নানা দীর্ঘদিন বালুচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে মৃত্যু বরণ করেন। আওয়ামী পরিবারের সন্তান হিসেবে তাহমিনা আক্তান তুহিন আওয়ামী লীগের রাজনীতি দিয়েই তার রাজনৈতিক জীবন শুরু করেন। রাজনীতির পাশাপাশি তিনি জণসেবামূলক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখে আসছেন বহু আগে থেকেই। তরুণ, মেধাবী পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন রাজনৈতিক নেতী হিসেবে স্থানীয় ভাবে তার অবস্থান অনেকটাই শক্ত করে রেখেছেন তুহিন।
গত উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম বারের মত মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দাপ্তরিক ভাবে জণ সাধারণের সেবা করার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক খেলাধুলা ও সমাজ সেবামূলক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখে আসছেন তাহমিনা আক্তার তুহিন।
উপজেলার দলীয় নারী নেতাকর্মীদের মধ্যে তরুণ, পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ ও মেধাবী নেতৃত্ব হিসেবে এডভোকেট তাহমিনা আক্তার তুহিনের নিজস্ব স্বচ্ছ ব্যক্তি ইমেজ রয়েছে। এদিকে তরুন ও স্বচ্ছ ব্যক্তিত্ব সম্পন্ন তাহমিনা আক্তার তুহিনকে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী করার উদ্যোগ দলীয় সাংগঠনিক ভাবেও নেওয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে। বিগত ৫ বছর স্বচ্ছতার সাথে মহিলা ভাইস চেয়ারম্যানের দায়ীত্ব পালনের কারণে এডভোকেট তাহমিনা আক্তার তুহিনের উপজেলা জুড়ে ব্যপক সামাজিক পরিচিতিসহ অসংখ্য সমর্থক রয়েছে। অন্যদিকে তাহমিনা আক্তার তুহিন বিভিন্ন সভা সমাবেশে জনসাধারণের কাছে উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি তার সকল যোগ্যতা ও দক্ষতা দিয়ে উপজেলার অবহেলিত জনগণের জীবনের মান উন্নয়নের পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নেও কাজ করবেন করার অঙ্গিকার করেন।
তুহিনের পরিবারের সকলেই সমাজে প্রতিষ্ঠিত। তুহিনের স্বামী শেখ তাজুল ইসলাম পিন্টু ২০০১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পুনরায় মহিলা ভাইস চেয়ারম্যান হয়ে উপজেলা জনসাধারণের সেবা করাই তার ইচ্ছে। তাহমিনা আক্তার তুহিন নর্দান বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম শেষ করে বর্তমানে ইংল্যান্ডের নরথামবিয়া ইউনিভারসিটিতে (ডিসটেন্স লারনিং) বার এটলতে পড়াশোনার পাশাপাশি ঢাকা সুপ্রিম কোর্টে আইন পেশায় কর্মরত আছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক গণের অভিমত বিবেচনায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হলে এডভোকেট তাহমিনা আক্তার তুহিনের বিজয় প্রায় সু-নিশ্চিত।
এ বিষয়ে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী এডভোকেট তাহমিনা আক্তার তুহিন বলেন, আমি বিগত ৫ বছর স্বচ্ছতার সাথে আমার উপর অর্পিত দায়ীত্ব পালন করে়ছি। নারীদের ক্ষমতায়নে কাজ করেছি। আমি পুনরায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে আমি আমার সকল যোগ্যতা ও দক্ষতা দিয়ে উপজেলার অবহেলিত জনগণের পাশে থেকে কাজ করে যাবো। আমি আশা রাখি উপজেলার জণসাধারণ আমাকেই মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে পুনরায় মনোনীত করবেন।