নিজস্ব প্রতিবেদকঃকিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিনব কায়দায় গ্যাসের সিলিন্ডারে গাঁজা পাচারকালে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ । বৃহস্পতিবার (২৩ মার্চ, ২০২৩ খ্রিঃ) দুপুর সাড়ে ১২ টার দিকে কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে মাদক ব্যবসায়ীকে প্রেরণ করা হয়। মাদকব্যবসায়ী সুজন সরকার (২৫) হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ব্রাহ্মণ ডোরা ইউনিয়নের আগারপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত চন্দ্র মোহন সরকারের ছেলে।আরো খবরবিএনপি সুপ্রিম কোর্টে ব্যালট ছিনতাই করেছে : তথ্যমন্ত্রী
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানা পুলিশের একটি ফোর্স কুলিয়ারচর থানা সদর লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুটি গ্যাস সিলিন্ডারের ভেতর অভিনব কায়দায় গাঁজা পাচারকালে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি সুজন সরকারকে আটক করে।
এছাড়া একই দিন বিকালে পৃথক আরেকটি অভিযানে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোয়াগাঁও বাসস্ট্যান্ড এলাকা হতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাছির মিয়া নামের আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুলিয়ারচর থানা পুলিশ।
বাছির মিয়া কুলিয়ারচর উপজেলা ছয়সূতী ইউনিয়নের ছোট ছয়সূতী গ্রামের মৃত হানিফ দফাদারের ছেলে।
পরে আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক দুটি মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, কুলিয়ারচর থানা এলাকায় মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের পুলিশি অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, অভিনব কৌশলে গাঁজা পাচারকালে গ্রেফতারকৃত আসামির সাথে জড়িতদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে।