শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |

মূলপাতা জাতীয়

সিরাজদিখানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো স্বাধীনতা ও জাতীয় দিবস।


প্রকাশের সময় :২৬ মার্চ, ২০২৩ ৮:৪৩ : অপরাহ্ণ

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। সিরাজদিখান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রবিবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বণীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ,শরীর চর্চা প্রদর্শণ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদানসহ দিনব্যাপী নানা আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল আলম তানভীরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বকর সিদ্দিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম সোহরাব হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনজুমান আরা, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু, লতব্দী ইউপি চেয়ারম্যান হাফেজ মোঃ ফজলুল হক, ইছাপুরা ইউপি চেয়ারম্যান মোঃ সুমন মিয়া,বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ, কোলা ইউপি চেয়ারম্যান এএইচএমএ সাইফুল ইসলাম মিন্টু,

রশুনিয়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১