আনিছুর রহমান রুবেলঃ মুন্সীগঞ্জ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে মুন্সিগঞ্জে ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে।
সোমবার বিকাল ৪ টায় উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে এই শুভেচ্ছা দেওয়া হয়।
উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মধুসূদন দাস দুলু, সাধারণ সম্পাদক হাজী আবু বক্কর সিদ্দিক, যুগ্ন সাধারন সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহসিন ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক হাফেজ ফজলুল হক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আরিফ হোসেন সুমন সহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।