মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা রাজনীতি

সিরাজিদখানে জনতার প্রার্থী গোলাম সারোয়ার কবীরের ব্যপক গণসংযোগ!


প্রকাশের সময় :৪ জানুয়ারি, ২০২৪ ১:০০ : পূর্বাহ্ণ

আকাশ মন্ডলঃ সিরাজদিখান প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ব্যপক গণসংযোগ ও পথসভা করেছেন মুন্সিগঞ্জ-১ আসনের জণসাধারণের মনোনীত স্বতন্ত্র ট্রাক প্রতীকের এমপি প্রার্থী ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর। বুধবার সন্ধ্যা ৬ টা থেকে শুরু করে রাত ১০ টা পর্যন্ত নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার সিরাজদিখান বাজার, রশুনিয়া ইউনিয়নের চোরমর্দ্দন ও ধামালিয়া গ্রামসহ উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন তিনি।

পথসভায় গোলাম সারোয়ার কবীর তার বক্তব্যে সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা বাসীর সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করে আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকে ভোট চেয়ে সকলের নিকট দোয়া ও সমর্থন কামণা করেন। এসময় তার সাথে ছিলেন, মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রশুনিয়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু, রশুনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ইকবাল দিদার, স্থানীয় আবু কালাম বেপারী, সাগর হাওলাদার, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, মোঃ রহিমসহ গোলাম সারোয়ার কবীরের সমর্থক ও নেতাকর্মীরা।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১