সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে কারিতাসের আইএফএস-আইসিটি প্রকল্পের ৩০ জন উপকারভোগীদের নিয়ে এগ্রোএকুয়া লাইভষ্টোক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস ঢাকা অঞ্চল সিরাজদিখান উপজেলা শাখার আয়োজনে গতকাল সোমবার সকাল ১০ টায় উপজেলার ইছাপুরা আইসিটি সেন্টার কার্যালয়ে ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুমন মিয়ার সভাপতিত্বে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।আইএফএস-আইসিটি প্রকল্পের মাঠ কর্মকর্তা নারায়ন চন্দ্র মজুমদার নয়নের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার মোঃ আবদুর রশিদ মিয়াজী, উপজেলা মৎস অফিসার মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ।