সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে রহমতের শান্তির ছায়া সংগঠনের আয়োজনে ফিলিস্তিনি মুসলিমদের উপর দখলদার ইসরায়েলের চলমান অগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকাল ৩ টায়, উপজেলার লতব্দী ইউনিয়নের কংসপুরা এলাকায় এই বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত বক্তারা ফিলিস্তিনি মুসলিমদের উপর ইসরায়েলের চলমান আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং অনতিবিলম্বে ফিলিস্তিনি মুসলিম ও শিশুদের উপর বর্বরোচিত হামলা ও নির্যাতন বন্ধের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুন্সিগঞ্জ ১ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী, গোলাম সারোয়ার কবির, সিরাজদিখান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মইনুল হাসান নাহিদ, বিখ্যাত বাউল শিল্পী ও বাংলাদেশ বাউল শিল্পী সমিতির সভাপতি, লতিফ সরকার,মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ, বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জেম, মাদ্রাসার শিক্ষক -সহ মুন্সিগঞ্জ ১ আসন তথা সিরাজদিখান- শ্রীনগরের সকল ধর্মপ্রাণ মুসলিম তৌহিদী জনতা।