শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |

মূলপাতা রাজনীতি

সিরাজদিখানে গোলাম সারোয়ার কবিরের গণসংযোগ।


প্রকাশের সময় :২৭ অক্টোবর, ২০২৩ ৯:৩০ : অপরাহ্ণ

সিরাজদিখান প্রতিনিধি:

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বর্তমান সরকারের নানা মুখী উন্নয়নের চিত্র তুলে ধরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুন্সিগঞ্জ ১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার কবির।

আজ শুক্রবার বাদ জুম্মা উপজেলার লতব্দী ইউনিয়নের বিভিন্ন স্থানে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
গণসংযোগে নিজ বক্তব্যে গোলাম সারোয়ার কবির,বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানান এবং সেই সাথে মুন্সিগঞ্জ ১ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের কাছে দোয়াও চেয়েছেন তিনি।

গণসংযোগ ও লিফটের বিতরণে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ,
মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রশুনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদ, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু,
লতব্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জমান, আওয়ামী লীগ নেতা আনোয়ার মেম্বার, আওয়ামী লীগ নেতা আলমগীর বাউল, রশুনিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাঞ্চন ঢালী সহ-ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১