সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে“বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি”এই শ্লোগানে মাতা-পিতা,শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শন,মোবাইল ব্যবহার, কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, বন্ধের লক্ষ্যে ৬নং লতব্দী ইউনিয়নে লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ে সিরাজদিখান থানা পুলিশের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ৪জুন সকাল সাড়ে ৯টায় উপজেলার লতব্দী ইউনিয়নে লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে থানা পুলিশের আয়োজনে লতব্দী ইউনিয়ন বিট অফিসার এসআই অনিল চন্দ্র দাস এর সভাপতিত্বে এএসআই মো: ইসলাম উদ্দিন এর সঞ্চালনায় এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
এ-সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোক্তার হোসেন,ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য সাইফুল ইসলাম দিপু,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাধারণ সম্পাদক শাহ আরিফ খান সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগন।